আকাশ ডিস কত টাকা ২০২৪

আকাশ ডিসের সাহায্যে উপগ্রহের মাধ্যমে সরাসরি স্যাটেলাইট টিভি দেখা যায়। বেক্সিমকো যোগাযোগ লিমিটেড প্রথম বৈধ ভাবে ডাইরেক্ট হোম সার্ভিস প্রোভাইডার আকাশ ডি টি এইচ ২০১৯ সালে মে মাসে যাত্রা শুরু করে। যা বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

টেলিভিশন এমন একটি যন্ত্র যা থেকে একই সঙ্গে সকল প্রকার ছবি দেখা এবং সকল প্রকার শব্দ শোনা যায়। তবে পূর্বে টেলিভিশনের ছবি দেখতে ও শব্দ শুনতে সমস্যার সম্মুখীন হতে হতো। তবে বর্তমানে আকাশ ডিস ব্যবহার করায় টেলিভিশন দেখতে কোন সমস্যার সম্মুখীন হতে হয় না।

বেশ কিছু বছর পূর্বেও টেলিভিশন অন করলে পর্দায় ঝিরি ঝিরি ভিডিও প্রদর্শন হত। তবে বর্তমান টেলিভিশনে আকাশ ডিস ব্যবহারের ফলে পরিষ্কার ও স্বচ্ছ ভিডিও প্রদর্শিত হয়। এছাড়াও পূর্বের টিভি চ্যানেলের যত সমস্যা আকাশ ডিসের মাধ্যমে তার সমাধান পাওয়া যায়। তবে আপনি কি জানেন আকাশ ডিস কত টাকা? মাত্র ৪ হাজার টাকার মত খরচ করলেই আপনি এই সুবিধা পেতে পারেন।

আকাশ ডিস কত টাকা ২০২৪

বর্তমানে আকাশ টিভিতে ৩৪ টি দেশীয় এবং প্রায় ৬৯ টি বিদেশি চ্যানেল দেখা যায়। আকাশ টিভির সব থেকে বড় সুবিধা গুলোর মধ্যে একটি হলো আকাশ ডিসের মাধ্যমে সরাসরি স্যাটেলাইট থেকে এইচডি কোয়ালিটির ভিডিও দেখা যায়।

বর্তমানে আকাশ টিভির দাম আনুমানিক সর্বনিম্ন ৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।তবে প্যাকেজ অনুযায়ী এই টাকা অনেক কম বেশি হতে পারে। যেমন নিম্নমানের প্যাকেজের মূল্য আনুমানিক ৩৩০০ টাকা থেকে ৩৯০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

আকাশ ডিস দাম কত

গ্রিক শব্দ টেলি অর্থ দূরে এবং ল্যাটিন শব্দ ভিশন অর্থ দেখা অর্থাৎ টেলিভিশনের আভিধানিক অর্থ দূরের সকল জিনিস ঘরে বসে দেখা। দূরের সকল জিনিস ঘরে বসে দেখতে আকাশ ডিসের কোন বিকল্প নেই। কেননা কেবলমাত্র আকাশ ডিস ভিডিও স্বচ্ছ ভাবে টেলিভিশনে প্রদর্শন করতে সক্ষম।

আগে হয়রানির মধ্যে দিয়ে টিভি দেখতে হলেও বর্তমানে আকাশ ডিস হয়রানি মুক্ত ভিডিও বা ছবি প্রদর্শিত করায় আকাশ ডিস সকলের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে। আকাশ ডিস টেলিভিশনের সকল সমস্যা এক নিমিষেই সমাধান করে দিয়েছে।

বর্তমানে অল্প টাকায় আকাশ ডিস কিনতে পাওয়া যায়। সর্বনিম্ন প্রায় ৪৪০০ টাকা থেকে ৪৯০০ টাকা খরচ করলেই আকাশ ডিস পেয়ে যাবেন। তবে সেট আপ বক্স সহ আকাশ ডিস কিনতে একটু বেশি টাকা খরচ হয়। অর্থাৎ সেট আপ বক্স সহ এন্টেনার দাম পড়বে আনুমানিক ৫ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা ।

আকাশ ডিস মাসিক প্যাকেজের দাম কত

বর্তমানে আকাশ ডিস মাসিক প্যাকেজ বিক্রয়ের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। আকাশ ডিসের প্যাকেজ এর মূল্য প্যাকেজ অনুযায়ী নির্ধারিত হয়। যেমন আকাশ ডিসের সর্বনিম্ন প্যাকেজের দাম আনুমানিক ৩০০ থেকে শুরু হয় এবং সর্বোচ্চ দামি প্যাকেজ এর মূল্য ৬০০ টাকা হয়ে থাকে। এছাড়াও আকাশ ডিসের ছোট একটি প্যাকেজ রয়েছে যার মূল্য মাত্র ২০০-২৫০ টাকা।

আকাশ ডিস সেট টপ বক্স এর দাম কত

বর্তমানে আকাশ ডিসের ২ টি সেট আপ বক্স রয়েছে। প্রথমটি একুরেট সিগন্যাল দেখায় যা পূর্বের ভার্সন এবং দ্বিতীয়টা হচ্ছে লেটেস্ট বক্স যা বর্তমানে বেশি ব্যবহৃত হচ্ছে।বর্তমানে আকাশ ডিসের একটি সেট টপ বক্সের ন্যূনতম মূল্য ২০০০ থেকে ২৫০০ টাকা। তবে ভালো মানের সেট আপ বক্স কিনতে হলে প্রায় ৪ হাজার টাকা বা তারও অধিক খরচ করতে হবে।

আকাশ টিভি প্যাকেজ 2024 দাম

বর্তমানে কেবল ডিস লাইনের অবসান ঘটিয়ে আকাশ ডি টি এইচ এর অবস্থান রয়েছে সর্বোচ্চ উপরে। ২০১৯ সালে বাংলাদেশে বেক্সিমকো আকাশ নামে দুটি প্রতিষ্ঠান চালু করে। মাসিক বেতনের বিনিময়ে প্রতিষ্ঠান গুলো তাদের নির্ধারিত সার্ভিস গুলো প্রদান করে থাকে।

বর্তমানে প্রতিষ্ঠানটি ৩ টি প্যাকেজের মাধ্যমে তাদের সার্ভিস প্রদান করে আসছে। আকাশ ডিসের প্যাকেজ ৩ টি যথাক্রমে আকাশ লাইট প্যাকেজ, আকাশ লাইট প্লাস প্যাকেজ ও আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজ। নিচে ৩ টি প্যাকেজ নিয়ে আলাদা আলাদা ভাবে বিস্তারিত দেওয়া হয়েছে।

আকাশ লাইট প্যাকেজ

বর্তমানে আকাশ লাইট প্যাকেজ আকাশ টিভির সব থেকে ছোট প্যাকেজ। আকাশ টিভির ছোট এই প্যাকেজটি কিনলে সর্বনিম্ন ২৮টি এইচডি চ্যানেল ও সর্বোচ্চ প্রায় ৭৫ টি টিভি চ্যানেল পেয়ে যাবেন। প্যাকেজ টির বর্তমান দাম প্রতি মাসে সর্বনিম্ন প্রায় ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩৫০ টাকা।

আকাশ লাইট প্লাস প্যাকেজ

বর্তমানে আকাশ ডিসের মিডিয়াম পর্যায়ের অর্থাৎ দ্বিতীয় প্যাকেজটি হলো আকাশ লাইট প্লাস প্যাকেজ। দ্বিতীয় পর্যায়ের এই প্যাকেজটিতে আনুমানিক প্রায় ৯৮ টি এর বেশি চ্যানেল রয়েছে। বর্তমানে আকাশ লাইট প্লাস প্যাকেজ এর মূল্য প্রতি মাসে প্রায় ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা।

আকাশ ডিস স্ট্যান্ডার্ড প্যাকেজ

অতঃপর সর্বশেষ তৃতীয় প্যাকেজ অর্থাৎ আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজ। এটি আকাশ টিভির সর্বোচ্চ দামি প্যাকেজে। সর্বশেষ আকাশ টিভির এই প্যাকেজটিতে 55+ HD চ্যানেল সহ মোট ১২৮ টিরও বেশি টিভি চ্যানেল রয়েছে। প্রতিমাসে ৫০০ টাকা থেকে ৬০০ টাকার বিনিময়ে আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনতে হয়।

আকাশ ডিসের দাম কত

বর্তমানে বিভিন্ন দেশে ও বিদেশী স্যাটেলাইট টিভি চ্যানেল আমাদের নিত্য দিনের বিনোদনের সঙ্গী হয়েছে। এর মধ্যে আকাশ ডি টি এইচ অন্যতম। আকাশ ডি টিএইচ সংযোগটি সরাসরি উপগ্রহে সংযুক্ত থাকে যার কারণে অন্য কোন মিডিয়ার প্রয়োজন হয় না। যার পরিপ্রেক্ষিতে গ্রাহকদের খরচও কম হয়।

আকাশ ডি টি এইচ সরাসরি স্যাটেলাইটের সংযুক্ত থাকায় আকাশ ডি টি এইচ এর গ্রাহকেরা খুব সহজেই উচ্চমানের ভিডিও এবং অডিও উপভোগ করতে পারে। বিমান বাংলাদেশে আকাশ ডি টি এইচ এর সর্বনিম্ন মূল্য ৩৯০০ টাকা থেকে ৪১০০ টাকা হয়ে থাকে। তবে উন্নত মানের আকাশ ডি টি এইচ এর মূল্য প্রায় ৫৯০০ টাকা থেকে ১২৯৯৯ টাকা পর্যন্ত হতে পারে।

আকাশ ডিসের সুবিধা ও অসুবিধা

বর্তমানে আকাশ ডি টি এইচ বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে সরাসরি সংযুক্ত। আকাশ ডি টি এইচ এর অসংখ্য সুবিধা রয়েছে। যেমন আগের দিনের কেবল ভিত্তিক ডিস লাইনের ভিডিওর মান ভালো পাওয়া যেত না। যা বর্তমানে আকাশ ডি টি এইচ ব্যবহারের ফলে এইচডি কোয়ালিটির ভিডিও উপভোগ করা যায়।

আকাশ ডি টি এইচ ব্যবহার করলে বড় স্ক্রিনের টিভিতেও এইচডি কোয়ালিটির ভিডিও প্রদর্শিত হয়। এছাড়াও বর্তমানে যে কোন সমস্যায় কল সেন্টারের মাধ্যমে সমাধান পাওয়া যাবে বলেও প্রতিষ্ঠানটি দাবি করেছে। এছাড়াও আকাশ ডি টি এইচ এর মাধ্যমে কিছু ভিডিও ডাউন*লোড করে রাখার মাধ্যমে পরবর্তীতে দেখার সুযোগ রয়েছে। ইত্যাদি।

শেষ কথা

আকাশ ডি টি এইচের অসংখ্য সুযোগ সুবিধা থাকায় এর চাহিদা বর্তমানে আকাশ ছোঁয়া। যার ফলশ্রুতিতে অনেক অসাধু ব্যবসায়ী বিভিন্নভাবে মানুষকে ক্ষতির মুখে ফেলে দিচ্ছে। তাই আমাদেরকে আকাশ টিভি ব্যবহার ও কিনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তাই অবশ্যই বিশ্বস্ত কোন দোকান থেকে আপনার প্রয়োজনীয় আকাশ ডিশ টিভি ক্রয় করবেন। আকাশ ডিস কত টাকা তা দোকানে যাওয়ার আগেই জেনে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top