আরব আমিরাতে সোনার দাম কত ২০২৪

মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত সাতটি স্বাধীন রাষ্ট্র নিয়ে সংযুক্ত আরব আমিরাত গঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশটিতে প্রচুর পরিমাণে তেলের খনি রয়েছে। এছাড়াও স্বর্ণ উত্তোলনকারী দেশগুলোর মধ্যেও সংযুক্ত আরব আমিরাত রয়েছে সকলের শীর্ষে।সংযুক্ত আরব আমিরাত সরাসরি সোনা উত্তোলন কারী দেশ হওয়ায় প্রচুর পরিমাণে বিশুদ্ধ ও খাটি সোনা পাওয়া যায়।

প্রতিবছর বিভিন্ন কাজের ভিসায় বা ভ্রমণ করার জন্য শত শত মানুষ সংযুক্ত আরব আমিরাতে গিয়ে থাকে। এবং ফিরে আসার সময় তারা স্বর্ণের অলংকার সহ স্বর্ণ দ্বারা তৈরি অনেক জিনিস কিনে আনতে চায়। কিন্তু আরব আমিরাতে সোনার দাম কত সে সম্পর্কে তাদের কোন ধারণা না থাকায় তারা সোনার দাম জানতে চায়।

আরব আমিরাতে সোনার দাম কত

সোনা অতি মূল্যবান ধাতু যার ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। মেয়েদের সাজসজ্জা করার জন্য স্বর্ণের তৈরি অলংকারের কোন জুড়ি নেই। এছাড়াও আরব আমিরাত স্বর্ণ উত্তোলনকারী দেশ হওয়ায় এখানে সোনার দাম ও তুলনামূলক অনেকটাই কম। যার কারণে প্রায় সবাই আরব আমিরাত ত্যাগ করার পূর্বে স্বর্ণ কিনতে আগ্রহী হয়।

সোনা কিনার আগ্রহ থাকলেও সোনার দাম নিয়ে পড়তে হয় বিপাকের মধ্যে। কেননা আমরা সোনা বেচাকেনার সাথে জড়িত না থাকায় সোনার দাম কেমন সে সম্পর্কে কোন ধারণা রাখি না। সোনার দাম আরব আমিরাতে আগের তুলনায় কিছুটা বেড়েছে। আগের তুলনায় দাম বেড়ে আরব আমিরাতে বর্তমানে ১ ভরি সোনার মূল্য ৭৪১১৬ টাকা ৯৮ পয়সা হয়েছে।

আরব আমিরাতে ১ গ্রাম সোনার দাম কত

আমরা বাংলাদেশীরা মূলত সোনার হিসাব ভরি হিসেবে করে থাকি। সোনা কিনতে গেলেও ভরি, আনা বা রতি হিসাবে কিনে থাকি। তবে সংযুক্ত আরব আমিরাতে মূলত গ্রাম হিসেবে সোনা বেচাকেনা হয়ে থাকে। বর্তমানে আরব আমিরাতে ১ ভরি তথা ১১.৬৬৪ গ্রাম সোনার দাম ৭৪১১৬ টাকা ৯৮ পয়সা। সেই হিসাবে ১ গ্রাম সোনার দাম ৬৩৪০ টাকা ৯২ পয়সা।

দুবাই সোনার দাম কত ২০২৪

সংযুক্ত আরব আমিরাতের ৭ টি প্রদেশের মধ্যে একটি প্রদেশ বা শহর হলো দুবাই। আরব আমিরাতের সাতটি প্রদেশের মধ্যে দুবাই সব থেকে বড় শহর। এটি পারস্য উপসাগরের দক্ষিণ তীরে আরব উপদীপে অবস্থিত একটি সমৃদ্ধশীল শহর। দুবাইয়ে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস এর সাথে সাথে সোনা ও উত্তোলন করা হয়ে থাকে।

আরব আমিরাতে ভ্রমণের জন্য সবথেকে বেশি মানুষ যায় দুবাই শহরে। ভ্রমণের জন্য যাওয়া ব্যক্তিবর্গ প্রায় সকলেই ধনী হওয়ায় ফেরার পথে তারা সোনা কেনার জন্য সোনার দাম কত তা জানতে চান। বর্তমানে দুবাই শহরে প্রতি গ্রাম স্বর্ণ ২২৬ দিরহাম হিসাবে বিক্রি করা হচ্ছে। যা বাংলাদেশী টাকায় এক্সচেঞ্জ করলে ৬৭৫৯.৬৬ টাকা হয়।

দুবাই 1 ভরি স্বর্ণের দাম কত

দুবাই শহরের অনেক বড় বড় সোনার দোকান রয়েছে। যেখানে গেলে আপনি আপনার পছন্দমত সোনা কিনতে পারবেন। দুবাইয়ে সোনার দাম কম হওয়ায় অনেকেই চায় বেশ কয়েক ভরি সোনা একত্রে কিনে আনতে। যার জন্য তারা ১ ভরি সোনার দাম কত তা জানার জন্য আগ্রহী হয়। বর্তমানে ১ ভরি সোনা ৩১০২.৬২ দিরহামে বিক্রি করা হচ্ছে। যা বাংলাদেশী টাকায় হিসাব করলে ৯২৭৯৯.৪৮ টাকা ভরি হয়।

আবুধাবি সোনার দাম কত

সংযুক্ত আরব আমিরাতের ৭ টি প্রদেশের রাজধানী হলো আবুধাবি। পারস্য উপসাগরের ছোট ত্রিভুজাকৃতির দ্বীপে আবুধাবি অবস্থিত যা একটি সেতুর মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হয়েছে। অধিক পরিমাণে খনিজ তেল পাওয়ার ফলে আরব আমি রাতের সাতটি প্রদেশের মধ্যে সবথেকে ধনী ও শক্তিশালী প্রদেশ হলো আবুধাবি।

সবথেকে ধনী প্রদেশ হওয়ায় এখানে প্রচুর পরিমাণে সোনা পাওয়া যায়। বর্তমানে আবুধাবিতে ১ গ্রাম সোনার দাম ২৪৪ দিরহাম বা বাংলা টাকায় ৭২৯৮.০৪ টাকা হয়। এছাড়াও আবির আবুধাবিতে ১ ভরি তথা ১১.৬৬৪ গ্রাম সোনার দাম ২৮৪৬ দিরহাম যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে ৮৫১২৪ টাকা ৩৩ পয়সা হয়।

আবুধাবি ২২ ক্যারেট সোনার দাম কত

আরব আমিরাতে কয়েক ক্যাটাগরির সোনা পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট ও 24 ক্যারেট সোনা। এই কয়েক ক্যাটাগরির সোনার মধ্যে সবথেকে ভালো গহনা তৈরি হয় ২২ ক্যারেট সোনা দিয়ে। যার কারণে অনেকেই ২২ ক্যারেট সোনার দাম আবুধাবিতে কত টাকা তা জানতে চায়। বর্তমানে আবুধাবিতে ২২ ক্যারেট সোনার দাম ২২৬ দিরহাম বা বাংলা টাকায় ৬৭৫৯.৬৬ টাকা হয়।

বাংলাদেশ ও আরব আমিরাতে স্বর্ণের মূল্য পার্থক্য

দেশের অর্থনীতির উপর স্বর্ণের মূল্য অনেকটাই নির্ভর করে। আরব আমিরাতের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের তুলনায় ভালো। তাই আরব আমিরাতে সোনার দাম তুলনামূলক বাংলাদেশের থেকে অনেকটাই কম। বাংলাদেশ প্রতিবছর বিভিন্ন দেশ থেকে সোনা ইনপুট করে থাকে যার কারণে সোনার দাম অন্য দেশের তুলনায় বেশি হয়ে থাকে। আর সেখানে আরব আমিরাত নিজেরাই স্বর্ণ উত্তোলন করে ও বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। তাই বাংলাদেশের তুলনায় আরব আমিরাতে সোনার দাম অনেক কম হয়ে থাকে।

শেষ কথা

সকল দেশের অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে পণ্যের দাম কম বেশি হয়ে থাকে। তাই সোনার দাম সব সময় এক না থাকায় নির্দিষ্ট করে সোনার মূল্য কত তা বলা সম্ভব নয়। তবে আমরা আরব আমিরাতে সোনার দাম কত সে সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছি। যা আপনাদের সোনা কিনতে ও অসাধু ব্যবসায়ের ক্ষতি থেকে বাঁচতে অনেক উপকারে আসবে। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top