অটোরিকশা ব্যাটারি দাম ২০২৫

বেশ কিছু বছর আগে বাংলাদেশে ব্যাটারি চালিত অটো রিক্সার প্রচলন ছিল না। তখন রিকশাগুলো পায়ের সাহায্যে চালনা করা হতো যা অনেক কষ্টসাধ্য ছিল। যা পরবর্তী সময়ে গ্যাস ও বিভিন্ন জ্বালানির মাধ্যমে চালনা করার প্রচলন শুরু হয় যা অনেক ব্যয়বহুল ছিল। তবে বর্তমানে প্রযুক্তির কল্যাণে বাংলাদেশের সকল অঞ্চলের পথে ঘাটে বিভিন্ন ধরনের ব্যাটারী চালিত অটো রিক্সার দেখা মিলে। গ্রাম বাংলায় পাওয়া এই সকল অটোরিকশা ব্যাটারির দাম ব্যাটারির কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

এক সময়ের অটোরিকশা গুলোতে বিদ্যুতের ব্যবহার না থাকায় হর্ণ হিসেবে ঘন্টা বা বেল ব্যবহার করার ফলে বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে হতো। তবে বর্তমান সময়ের অটো রিক্সা গুলোতে ব্যাটারি ব্যবহার করার ফলে পূর্বের তুলনায় দুর্ঘটনার সাক্ষী কম হতে হয়। ১৯৫০ এর মাঝামাঝি সময় পর্যন্ত অটো রিকশার সাথে ৬ ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হলেও বর্তমানে তার দ্বিগুণ প্রায় ১২ ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে।

অটোরিকশা ব্যাটারি দাম ২০২৫

অটোরিক্সা আমাদের দৈন্দনিন জীবনে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচলের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। এছাড়াও অটোরিকশা বাংলাদেশের অসংখ্য পরিবারকে আর্থিক ভাবে সচ্ছল রেখেছে। এ সকল অটোরিক্সা মোটর চালিত হওয়ায় এতে ভালো মানের একটি ব্যাটারি থাকা আবশ্যক। বাংলাদেশে অনেক কোম্পানি অটো রিক্সা সহ বিভিন্ন ধরনের ব্যাটারি তৈরি করে।

এ সকল ব্যাটারি গুলোকে সচল রাখতে বিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হয় যার কারণে বাংলাদেশে বিন্দুতের সংকট দেখা দিতে পারে। তাই অল্প বিদ্যুতে চার্জ করা যায় এমন ব্যাটারি কিনে অটো রিক্সাতে স্থাপন করতে হবে। বর্তমানে টেকসই উন্নত মানের প্রযুক্তি দ্বারা তৈরিকৃত অটোরিকশা ব্যাটারির দাম আনুমানিক ১০-১৫ হাজার টাকা থেকে শুরু করে ৪০-৪৮ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

অটো গাড়ির ব্যাটারির দাম

বাংলাদেশে গ্রাম ও শহরে যে সকল অটোরিক্সা দেখা যায় তা মূলত ব্যাটারির সাহায্যে চলাচল করে। বাংলাদেশের অনেককেই সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে সকাল থেকে সন্ধ্যা দীর্ঘ সময় অটো রিকশা চালাতে হয়। যে অটোরিক্সার ব্যাটারি উন্নত এবং শক্তিশালী হবে ওই অটোরিকশা অধিক সময় পর্যন্ত চলতে পারবে।

এই সকল ব্যাটারি অটো রিক্সার ইঞ্জিন চালু করার পাশাপাশি অটো রিক্সার লাইটিং সিস্টেম সচল রেখে অন্ধকারে চলতে সাহায্য করে। এছাড়াও যখন অটো রিক্সায় সরবরাহকৃত শক্তির তুলনায় গাড়ির বৈদ্যুতিক চাহিদা বেড়ে যায় তখন গাড়িতে থাকা ব্যাটারি এই অতিরিক্ত বিদ্যুৎ শক্তির যোগান দেয়। বর্তমানে বাংলাদেশে অটোরিকশার ব্যাটারি কিনতে আনুমানিক সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪৫ হাজার টাকা পর্যন্ত রাখতে পারে।

অটোরিকশা ১২ ভোল্ট ব্যাটারির দাম

একটি অটোরিকশা কত সময় যাবত চলতে পারবে তা ওই অটো রিক্সায় থাকা ব্যাটারি কত ভোল্ট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম তার উপর নির্ভর করে। তাই অধিক সময় অটো রিকশা চলমান রাখতে হলে অধিক পরিমাণে বিদ্যুৎ সাপ্লাই দিতে পারে এমন ব্যাটারি ক্রয় করতে হবে।

একটি ব্যাটারি কত ভোল্ট বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবে তা ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী নির্ধারিত হয়। যেমন ২০০ এম্পিয়ার ক্যাপাসিটির ব্যাটারি এক বার সম্পূর্ণ চার্জে ১২ থেকে ১২.৬ ভোল্ট সমপরিমাণ বিদ্যুৎ সাপ্লাই দিতে সক্ষম। বর্তমানে ১২ ভোল্ট বিদ্যুৎ সাপ্লাই দিতে পারে এমন ব্যাটারি কিনতে হলে আপনাকে আনুমানিক ২০ হাজার টাকা থেকে শুরু করে ৪৫ হাজার টাকা বা তারও অধিক টাকা খরচ করতে হবে।

হামকো অটো রিকশার ব্যাটারির দাম ২০২৪

বাংলাদেশের যে সকল কোম্পানির তৈরিকৃত ব্যাটারি বাজারে পাওয়া যায় তার মধ্যে হামকো কোম্পানি সবার সেরা কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করেছে। হামকো কোম্পানি বাংলাদেশের বাজারে দীর্ঘ ৪৪ বছর ধরে রাজত্ব করে আসছে। হামকো কোম্পানির এই ৪৪ বছরে রাজত্বের খ্যাতি বর্তমানে সমগ্র বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে।

হামকো অটো রিকশা ব্যাটারি অল্প পরিমাণ বিদ্যুৎ দ্বারা সম্পূর্ণ চার্জ হওয়ার ক্ষমতা সম্পন্ন হওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য হামকো ব্যাটারি সকলের নিকট অধিক জনপ্রিয়। বর্তমানে বাজারে অনেক কম দামে হামকো কোম্পানির তৈরীকৃত ব্যাটারি পাওয়া যায়। হামকো কোম্পানির অটোরিক্সার ব্যাটারি কিনতে হলে সর্বনিম্ন ১৭ হাজার টাকা থেকে ৩৭ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়।

রহিম আফরোজ অটোরিক্সার ব্যাটারি

উন্নত মানের ব্যাটারি তৈরিকৃত কোম্পানির গুলোর মধ্যে রহিম আফরোজ কোম্পানি সবার উপরের সারিতে রয়েছে। বাংলাদেশের অনেক অসাধু ব্যবসায়ী ব্যাটারি বিক্রি করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন ভাবে মানুষকে ঠকিয়ে থাকে। তাই ব্যাটারি ক্রয় করার ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কোম্পানির বা প্রতিষ্ঠানের ব্যাটারি কিনলে ঠকার সম্ভাবনা কমে যায়।

রহিম আফরোজ কোম্পানি তাদের তৈরি কৃত ব্যাটারীর গুণগত মানের কারণে বাংলাদেশে সব থেকে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কোম্পানি গুলোর মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। যার কারণে রহিম আফরোজ কোম্পানির অটো রিকশার ব্যাটারির চাহিদা দিন দিন বেড়ে চলেছে। বর্তমানে রহিম আফরোজ কোম্পানির অটোরিকশা ব্যাটারির দাম সর্বনিম্ন ১২ হাজার টাকা থেকে আনুমানিক ৩৬ হাজার টাকা।

শেষ কথা

ব্যাটারি কেনার আগে অসাধু ব্যবসায়ীদের হাত থেকে বাঁচতে হলে অটোরিকশা ব্যাটারির দাম ও কোয়ালিটি সম্পর্কে জানা অত্যন্ত জরুরী। নতুবা নরমাল ব্যাটারি কে উন্নত ব্যাটারি বলে অধিক টাকা হাতিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অটোরিক্সার জন্য ব্যাটারি কেনার আগে একজন অভিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হওয়া উচিত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *