বাংলাদেশ থেকে কানাডার বিমান ভাড়া কত

কানাডা বিশ্বের সব থেকে উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে একটি। যার ফলে প্রতিনিয়ত হাজার হাজার বাংলাদেশী জীবিকা নির্বাহের জন্য কানাডা পাড়ি জমায়।

বাংলাদেশী নাগরিকের জন্য কানাডায় বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ রয়েছে। বিভিন্ন ভিসার মাধ্যমে কানাডা জীবিকা নির্বাহের জন্য যাওয়া যায়।

কানাডা যেতে অবশ্যই বিমানের ব্যবহার করতে হবে। বাংলাদেশ থেকে কানাডার বিমান ভাড়া কত জানা থাকলে বিমানের টিকেট ক্রয়ের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়।

বিমানের জ্বালানি খরচ বৃদ্ধি পাওয়ায় বিগত দিনের তুলনায় বর্তমানে বাংলাদেশ টু কানাডা রুটে চলাচলকারী বিমানের টিকেট মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ থেকে কানাডার বিমান ভাড়া কত

বর্তমানে বাংলাদেশ থেকে কানাডার উদ্দেশ্যে বিভিন্ন বিমান এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা করে থাকে। বিমানের টিকেটের ধরনের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়ে থাকে।

বর্তমানে বাংলাদেশ থেকে কানাডা চলাচলকারী বিমানের টিকেট মূল্য সর্বনিম্ন প্রায় ২ লাখ ৬,১২০ টাকা এবং সর্বোচ্চ টিকেট মূল্য ৭ লাখ ২৪,৭৫৬ টাকা পর্যন্ত হতে পারে।

শ্রীলঙ্কান এয়ারলাইন্স বিমান ভাড়া কত

বিমান এয়ারলাইন্স এর উপর ভিত্তি করে বিমানের টিকেটের মূল্য কম বেশি হয়ে থাকে। বর্তমানে শ্রীলঙ্কান এয়ারলাইন্স সব থেকে কম খরচে বাংলাদেশ থেকে কানাডা যাত্রী সরবরাহ করে থাকে।

শ্রীলঙ্কা এয়ারলাইন্স প্রতিনিয়ত ৪ টি ইকোনমিক ক্লাসের ফ্লাইট পরিচালনা করে থাকে। বর্তমানে শ্রীলংকা এয়ারলাইন্সের টিকেট মূল্য ২ লাখ ৬,১২০ টাকা থেকে ২ লাখ ৬,৩২৫ টাকা পর্যন্ত হয়ে থাকে।

এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স বিমান ভাড়া কত

এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স ভারতীয় বিমান সংস্থা গুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় এয়ারলাইন্স। এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স বাংলাদেশ থেকে কানাডার উদ্দেশ্যে ২ একটি ইকোনোমিক ক্লাসের ফ্লাইট পরিচালনা করে।

বর্তমানে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের ইকোনমিক ক্লাসের টিকেটের সর্বনিম্ন মূল্য ৩ লাখ ২,০১৯ টাকা এবং সর্বোচ্চ টিকিট মূল্য ৩ লাখ ৫৭,৮৯৫ টাকা পর্যন্ত হয়ে থাকে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান ভাড়া কত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বাংলাদেশি বিমান সংস্থা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক পর্যায়ে তাদের ফ্লাইট পরিচালনা করে থাকে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ইকনোমিক ক্লাসের টিকেটের সর্বনিম্ন মূল্য ৩ লাখ ৩১,৬০২ টাকা এবং সর্বোচ্চ টিকেট মূল্য প্রায় ৭ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।

বাংলাদেশ থেকে কানাডা কোন কোন বিমান যাতায়াত করে

বর্তমানে বাংলাদেশ থেকে কানাডার উদ্দেশ্যে বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে থাকলেও প্রকৃতপক্ষে মাত্র কয়েকটি এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স- বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়মিত বাংলাদেশ থেকে কানাডার উদ্দেশ্যে তাদের ফ্লাইট পরিচালনা করে থাকে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স- সিঙ্গাপুর এয়ারলাইন্স বাংলাদেশ থেকে কানাডার উদ্দেশ্যে অধিকাংশ ফ্লাইট সকাল ৯ টা থেকে পরিচালনা করে থাকে।

ইতিহাদ এয়ারলাইন্স- ইতিহাদ এয়ারলাইন্স বাংলাদেশ থেকে কানাডার উদ্দেশ্যে অধিকাংশ ফ্লাইট সকাল ১০ টা থেকে পরিচালনা করে থাকে।

বাংলাদেশ থেকে কানাডা যেতে কত টাকা লাগে

বর্তমানে ভিসার ক্যাটাগরি অনুযায়ী কানাডা ভিসার দাম সর্বনিম্ন প্রায় ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৭ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া বিমান ভাড়া বাবদ কানাডা যেতে ন্যূনতম প্রায় ২ লাখ টাকা থেকে ৩ লাখ টাকা লাগে।

ভিসা তৈরির কাগজপত্র সংগ্রহ করতে ন্যূনতম প্রায় ৫০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা খরচ হয়। অর্থাৎ বাংলাদেশ থেকে কানাডা যেতে ন্যূনতম বাজেট ১০ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা রাখতে হবে।

বাংলাদেশ থেকে কানাডা যেতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে কানাডার মোট দূরত্ব প্রায় ১০,৯৯৪ কিলোমিটার। বিমানের সাহায্যে এই দীর্ঘ পথ অতিক্রম করতে বিরতি নিতে হয়।

বিমানের বিরতির উপর বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার সময় নির্ভর করে। বাংলাদেশ থেকে কানাডা যেতে প্রায় ১ দিন থেকে ১ দিন ১৯ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।

কানাডা বৈধ ভাবে প্রবেশ করার জন্য কানাডা ভিসা তৈরি করতে হয়। বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার মোট খরচের অধিকাংশ টাকা কানাডা ভিসা তৈরিতে ব্যয় হয়ে থাকে। বর্তমানে কানাডা ভিসা তৈরির ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি হয়ে থাকে। তাই কানাডা ভিসা তৈরি ও বিমানের টিকেট ক্রয়ের ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top