ফেক্সোফেনাডিন ১২০ এর দাম কত ২০২৫
ফেক্সোফেনাডিন ১২০ অ্যান্টি-অ্যালার্জিক শ্রেণীর ওষুধের সদস্য। ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরিক ১২০ মি.গ্রা.ট্যাবলেট বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন এলার্জির চিকিৎসায় ব্যবহার করা হয়। ফেক্সোফেনাডিন ১২০ চুলকানি, হাঁচি এবং জ্বালা সহ এলার্জির লক্ষণগুলির চিকিৎসা করে থাকে।
শরীরে এলার্জির প্রতিক্রিয়া অনুভব করলে ফেক্সোফেনাডিন ১২০ ট্যাবলেট শরীরকে প্রাকৃতিক হিস্টামিন তৈরি করতে বাধা দেয়। ফলে চোখে জল, সর্দি, এবং চোখ ও নাকের চুলকানি উপশম হয়। এলার্জির চিকিৎসায় ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরিক ১২০ মি.গ্রা.ট্যাবলেট জাদুকরী ভূমিকা পালন করে।
ফেক্সোফেনাডিন ১২০ ট্যাবলেট সেবন করলে ঘুমের অনুভূতি সৃষ্টি হয় যার ফলে রো*গীর ঘুম ভালো হয়। খুব অল্প টাকা দিয়ে বাজারের যে কোনো ফার্মেসির দোকান থেকে এই ফেক্সোফেনাডিন ১২০ ট্যাবলেট সংগ্রহ করা যায়। ১২ বছর অথবা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্যও বিভিন্ন চিকিৎসা ডাক্তাররা ফেক্সোফেনাডিন ১২০ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন।।
ফেক্সোফেনাডিন ১২০ এর দাম
বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণে অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ি। অসুস্থতা থেকে মুক্তি পেতে আমাদেরকে ঔষধের দ্বারস্থ হতে হয়। অনেক সময় সর্দি, হাঁচি, কাশি ও নাকে চুলকানি থেকে মুক্তি পেতে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ঔষধ সেবন করার প্রয়োজন পড়ে।
বর্তমানে বাংলাদেশে অনেক কোম্পানি ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ঔষধ তৈরি করে বাজারজাত করছে। কোম্পানি অনুযায়ী এই সকল ওষুধের দাম ভিন্ন ভিন্ন হয়। যেই কোম্পানির ওষুধের চাহিদা বেশি সেই কোম্পানির ফেক্সোফেনাডিন ১২০ এর দাম বেশি।
অঞ্চল ভেঁদে আবার ফেক্সোফেনাডিন ১২০ এর দাম কম বেশি হয়ে থাকে। বর্তমানে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ১২০ মি.গ্রা. প্রতি পিস ঔষধের দাম ৭ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আবার কিছু কোম্পানির ফেক্সোফেনাডিন ১২০ বাজারে ৫ টাকা থেকে ৬ টাকায় বিক্রি হয়।
ফেক্সো ১২০ ট্যাবলেট এর দাম ২০২৫
বর্তমান সময়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি ঔষধ কোম্পানির মধ্যে সব থেকে বেশি জনপ্রিয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ঔষধ ফেক্সো ১২০ ট্যাবলেট। ফেক্সো ১২০ ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ঔষধের মধ্যে সব থেকে বেশি বিক্রি হয়ে থাকে।
বর্তমানে ১ বক্স ফ্লেক্সে ১২০ ট্যাবলেট এর বাজার মূল্য ৯০ টাকা। ফেক্সো ১২০ এর ১ বক্সে ৫ পাতা ঔষধ রয়েছ এবং প্রতি পাতায় ১০ টি করে ট্যাবলেট রয়েছ অর্থ্যাৎ সব মিলিয়ে সর্বমোট ৫০ টি ট্যাবলেট থাকে। যার এক একটি ট্যাবলেটের মূল্য ৯ টাকা।
ফেক্সো 120 এর দাম কত
ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরিক গ্রুপের ঔষধ গুলোর মধ্যে ফেক্সো ১২০ অন্যতম। ফেক্সো ১২০ খাবার খাওয়ার পর দিনে ১ বার থেকে ২ বার অথবা রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। ফেক্সো ১২০ বহুল ব্যবহৃত ও কার্যকরী একটি ঔষধ।
ফেক্সো ১২০ এর প্রতি পিস ট্যাবলেটের বর্তমান বাজার দর ১০ টাকা। ফেক্সো ১ বক্স ট্যাবলেটের দাম ৫০০ টাকা। এক বক্সে ৫ পাতায় ১০ টি করে মোট ৫০ টি ওষুধ থাকে। ফেক্সো ১২০ ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরিক গ্রুপের ঔষধ হওয়ায় ফলের রসের সাথে পান করা থেকে বিরত থাকতে হবে।
ফেক্সোফেনাডিন ১২০ খাওয়ার নিয়ম
বাংলাদেশের বিভিন্ন কোম্পানির উৎপাদিত সকল ওষুধ সেবনের ক্ষেত্রে কিছু নিয়ম নির্দেশিকা রয়েছে। এইসব নিয়ম নির্দেশিকা না মেনে ওষুধ সেবন করলে উপকারের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেক্সোফেনাডিন ১২০
স্কয়ার কোম্পানির দ্বারা উৎপাদিত ফেক্সোফেনাডিন ১২০ ওষুধটি খাবার খাওয়ার পর সেবন করা উচিত। এই ক্ষেত্রে খাবার খাওয়ার মিনিমাম ১ থেকে ২ ঘন্টা পর খাওয়া উচিত। তবে সময় স্বল্পতা দেখা দিলেও কমপক্ষে খাবার খাওয়ার ৩০ মিনিট পর সেবন করা উচিত। তবে অবশ্যই স্বাভাবিক পানি দ্বারা সেবন করতে হবে।
ফেক্সোফেনাডিন ১২০ এর সর্তকতা
যে কোন কোম্পানির ফেক্সোফেনাডিন ১২০ সেবন করার পূর্বে অবশ্যই ঔষধের ভেতরে থাকা নির্দেশিকা পড়ে নেওয়া উচিত। কেননা বিভিন্ন কোম্পানির ঔষধের বিভিন্ন ধরনের নির্দেশিকা দেওয়া থাকে। নির্দেশিকা অনুযায়ী ঔষধ সেবন করলে কাঙ্খিত ফলাফল পাওয়া যায়। যেসব ক্ষেত্রে ফেক্সোফেনাডিন ১২০ ব্যবহার করা যাবে না নিম্নরূপ।
- যাদের উচ্চ র*ক্তচাপ ও কিডনিতে সমস্যা আছে।
- যাদের ফেক্সোফেনাডিনে এলার্জি আছে
- যাদের ডায়াবেটিস ও হৃদরো*গ আছে।
- গর্ভবতী মহিলা এবং যেসব মায়েরা এখনো বাচ্চাকে দুধ খাওয়ান।
- আপেল, কমলা বা আঙ্গুরের মতো ফলের রসের সাথে ফেক্সোফেনাডিন খাওয়া থেকে বিরত থাকুন।
শেষ কথা
একজন ভালো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকল ঔষধ খাওয়া উচিত। কেননা কেবলমাত্র রেজিস্টার্ড ডাক্তারই আপনার শরীর স্বাস্থ্য অনুযায়ী সঠিক ঔষধ সেবন করার পরামর্শ দিতে পারবেন। তাই ফেক্সোফেনাডিন ১২০ সেবন করার পূর্বে অবশ্যই ভালো একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে।