ইরাকের টাকার মান বাংলাদেশে কত 2024

ইরাকের মুদ্রার এক্সচেঞ্জ রেট প্রতিনিয়ত উঠানামা করে থাকে। বাংলাদেশের খুব অল্প সংখ্যক নাগরিক বর্তমানে ইরাকে প্রবাসী হিসেবে বসবাস করছেন। তবে যে সকল বাংলাদেশী নাগরিক বর্তমানে ইরাকে প্রবাসী হিসেবে বসবাস করছেন।তাদের উপার্জিত অংশের টাকা প্রতি মাসে বাংলাদেশে রেমিটেন্সসহ পাঠানো হচ্ছে।

প্রতিদিনের ইরাকের একচেঞ্জ রেট জেনে সকল বাংলাদেশী নাগরিক নিজ দেশে টাকা পাঠিয়ে থাকেন। তবে ইরাকের টাকার মান প্রতিনিয়ত পরিবর্তন হয়। যা পূর্বের তুলনায় আজকের সর্বশেষ ইরাকের টাকার রেট হচ্ছে ০.০৯০ টাকা। তবে এই সর্বশেষ তথ্যটি না জেনে থাকার কারণে টাকা পাঠানোর পূর্বে প্রতারণার শিকার হয়ে থাকেন।

ইরাকের টাকার মান

ইরাক হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। অর্থনৈতিক এবং সামরিক দুই দিক থেকেও মোটামুটি অনেক বেশি শক্তিশালী। তবে বাংলাদেশের থেকে ইরাকের মুদ্রার মান তুলনামূলকভাবে অনেকটা কম। বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী। যেখানে বাংলাদেশের অনেক নাগরিক কর্মের উদ্দেশ্যে সেখানে বসবাস করছেন। তবে ইরাকের টাকার মান বেশ কিছুদিন ধরে প্রায় স্থিতিশীল।

অর্থাৎ ইরাকের সর্বশেষ টাকার রেট হচ্ছে ০.০৯০ টাকা। বাংলাদেশের মুদ্রার সাথে ইরাকের মুদ্রার বেশ পার্থক্য রয়েছে। যেখানে উপরে উল্লেখিত ইরাকের টাকার রেট জানলে স্পষ্ট লক্ষ্য করা যায়। আজকের এই পোস্ট শুধুমাত্র তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা বর্তমানে ইরাকে বসবাস করছেন। এবং বাংলাদেশ থেকে যারা বর্তমানে ইরাকে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছেন।

ইরাকের টাকার মান বাংলাদেশে কত

এই ইরাকের দক্ষিণে সৌদি আরব এবং কুয়েত অবস্থিত। পশ্চিমে জর্ডান ও উত্তর-পশ্চিমে সিরিয়া অবস্থিত। ইরাক বিশ্বের প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়ার জন্য সারা বিশ্বের বুকে গৌরবে মহীয়ান। বর্তমানে ইরাকের অবস্থা বেশ অস্থিতিশীল। বলতে গেলে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ। তবে বাংলাদেশের থেকে ইরাক অনেক বেশি উন্নত।

কয়েক বছর পূর্বে ইরাকের মুদ্রার সাথে বাংলাদেশের টাকার এক্সচেঞ্জ রেট ছিল বাংলাদেশের ০ টাকা ০৬ পয়সার মতো। এছাড়া ২০২১ সালে বাংলাদেশের মুদ্রা অনুযায়ী এর মান ছিল ০ টাকা ০৮ পয়সা। আর ২০২০ সালে ছিল ০ টাকা ৭৮ পয়সা। আর বর্তমান টাকার রেট ইতিমধ্যে উপরে উল্লেখ করা হয়েছে।

ইরাকের ১ টাকা বাংলাদেশের কত টাকা

বাংলাদেশের মধ্য থেকে ইরাকের মুদ্রার মান কনভার্ট করলে অনেক অনেক কম পাওয়া যায়। মোটকথা ইরাকের মুদ্রা আর বাংলাদেশের মুদ্রার এক্সচেঞ্জ রেট কে নাই টাকা বলাই চলে। কেননা ইরাকের ১ টাকা সমান বাংলাদেশের ০.০৯০ টাকা। এ থেকে খুব সহজেই বুঝতে পারছেন বাংলাদেশের মুদ্রা থেকে ইরাকের মুদ্রার এক্সচেঞ্জ রেট মান কতটা কম।

ইরাকের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা

যে সকল বাংলাদেশী নাগরিক প্রতি ইরাকে বসবাস করে টাকা উপার্জন করছেন। তারা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সেই উপার্জিত টাকা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন। যেকোনো সময় এই টাকার মান পরিবর্তন হয়। তাই অল্প অল্প করে এদেশের টাকার মান পরিবর্তন হলেও বাংলাদেশের মুদ্রার ক্ষেত্রে খুব কম বলে বিবেচিত হয়। অর্থাৎ সর্বশেষ তথ্য মতে ইরাকের ১০০ টাকা সমান বাংলাদেশের মাত্র ৮ টাকা ৯৮ পয়সা।

ইরাকের ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা

বর্তমানে বাংলাদেশী টাকার তুলনায় ইরাকের টাকার মান অনেক কম হওয়ার কারণে এই দেশে এক হাজার টাকার নোট অহরহ পাওয়া যায়। এখন অনেকের মনের প্রশ্ন জাগে ইরাকের 1000 টাকার নোট বাংলাদেশের ১০০০ টাকার নোটের সমমান কিনা। ইতোমধ্যেই আমরা জেনেছি যে ইরাকের টাকার মান খুবই কম। বর্তমান রেট অনুযায়ী ইরাকের ১ হাজার টাকা বাংলাদেশের মাত্র ৮৯ টাকা ৭৬ পয়সার সমান।

আজকের ইরাকের টাকার মুল্য তালিকা

বাংলাদেশের মুদ্রা সাথে ইরাকের মুদ্রার এক্সচেঞ্জ রেট বিস্তারিতভাবে উল্লেখ করলে আপনারা খুব সহজেই দুটি দেশের মুদ্রার পার্থক্য বুঝতে পারবেন। এবং বাংলাদেশে টাকা পাঠানোর পূর্বে অথবা বাংলাদেশ থেকে ইরাকে ভ্রমণের পূর্বে অবশ্যই টাকা এক্সচেঞ্জ করার ক্ষেত্রে ইরাকে টাকার মূল্য তালিকা সব থেকে বেশি উপকারে আসবে। অতএব নিচে উল্লেখিত আজকের সর্বশেষ ইরাকের টাকার মূল্য তালিকা দেখে নিন।

ইরাকি দিনারবাংলাদেশী টাকা
১ দিনার ০.০৯০ টাকা
১০০ দিনার ৮.৯৮টাকা 
৫০০ দিনার৪৪.৮৮ টাকা
১০০০ দিনার৮৯.৭৬ টাকা
৫০০০ দিনার৪৪৮.৮১ টাকা

শেষ কথা

আশা করতেছি আজকের আলোচনা থেকে আপনারা বিস্তারিতভাবে ইরাকের টাকার মান কত তা জানতে পেরেছেন। বাংলাদেশ থেকে ইরাকের মুদ্রার মান কম হলেও ইরাক অনেক বেশি শক্তিশালী একটি দেশ। অতএব যে সকল বাংলাদেশী নাগরিক বর্তমানে ইরাকে বসবাস করছেন তাদেরকে এই পোস্টটি শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top