কলকাতা হল ভারতের সাংস্কৃতিক রাজধানী। অপর দিকে চেন্নাই ভারতের চতুর্থ বৃহত্তম মেট্রোপলিটন শহর। প্রতিনিয়ত অসংখ্য মানুষ জীবিকার উদ্দেশ্যে কলকাতা থেকে চেন্নাই যাতায়াত করে থাকে।
চেন্নাই এবং কলকাতা দুটি ভারতের বৃহত্তম শহর। কলকাতা থেকে চেন্নাইয়ের মোট দূরত্ব প্রায় ১,৬৬৬ কিলোমিটার। এই দীর্ঘ পথ স্থলপথে অতিক্রম করতে প্রায় ২৫ ঘন্টা থেকে ৩০ ঘন্টা সময় লাগে।
তবে বিমানের সাহায্যে মাত্র ৬ ঘন্টা ৪৫ মিনিটে কলকাতা থেকে চেন্নাই পৌঁছানো যায়। কলকাতা টু চেন্নাই বিমান ভাড়া পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে কলকাতা থেকে চেন্নাই রুটে চলাচলকারী বিমানের ইকোনমিক ক্লাসের টিকেটের দাম প্রায় ৭০০০ রুপি থেকে শুরু করে ৯০ হাজার রুপি পর্যন্ত হয়ে থাকে।
কলকাতা টু চেন্নাই বিমান ভাড়া
বিভিন্ন ভারতীয় বিমান এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পাশাপাশি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে থাকে। এয়ারলাইন্স অনুযায়ী বিমানের টিকেটের মূল্য কম বেশি হয়ে থাকে।
বর্তমানে এয়ারলাইন্স এর উপর ভিত্তি করে কলকাতা টু চেন্নাই বিমান ভাড়া সর্বনিম্ন প্রায় ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ১ লাখ ২৬ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
ইন্ডিগো এয়ারলাইন্স বিমান ভাড়া কত
ইন্ডিগো এয়ারলাইন্স একটি ভারতীয় বিমান সংস্থা। বর্তমানে ইন্ডিগো এয়ারলাইন্স কলকাতা টু চেন্নাই বিমান ভাড়া ন্যূনতম প্রায় ৮৮৯৮ টাকা।
ভিস্তারা এয়ারলাইন্স বিমান ভাড়া কত
বর্তমানে ভিস্তারা এয়ারলাইন্স এর ইকনোমিক ক্লাসের সর্বনিম্ন টিকেট মূল্য ১৪২৫৪ টাকা। তবে ভিস্তারা এয়ারলাইন্সের রিটার্ন টিকেট মূল্য ৪৫ হাজার ২৯৮ টাকা।
এয়ার এশিয়া এয়ারলাইন্স বিমান ভাড়া কত
এয়ার এশিয়া এয়ারলাইন্সের বিমান ভাড়া তুলনামূলক কম। বর্তমানে এয়ার এশিয়া এয়ারলাইন্স ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া সর্বনিম্ন ১০ হাজার ৬৪ টাকা এবং রিটার্ন টিকেটের মূল্য ৪৭ হাজার ১০৪ টাকা।
এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স বিমান ভাড়া কত
এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স কলকাতা টু চেন্নাই নন স্টপ ফ্লাইট পরিচালনা করে থাকে। এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের ইকোনোমিক ক্লাসের টিকেট মূল্য সর্বনিম্ন প্রায় ৯২৯৩ টাকা এবং রিটার্ন টিকেট মূল্য ৩০ হাজার ৩৩২ টাকা।
কলকাতা টু চেন্নাই কোন কোন বিমান যাতায়াত করে
কলকাতা থেকে চেন্নাই যাতায়াত করার পূর্বে এয়ারলাইন্স এবং ফ্লাইট নির্বাচন করতে হয়। কেননা প্রত্যেকটি বিমান এয়ারলাইন্সের টিকেট মূল্য এবং সেবা ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
- ইন্ডিগো এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স।
- এয়ার এশিয়া এয়ারলাইন্স ও ভিস্তারা এয়ারলাইন্স।
- স্পাইস জেট এয়ারলাইন্স ও এপিজে এয়ারলাইন্স।
- Hahn Air Lines GmbH ও Air India Charters Limited
কলকাতা টু চেন্নাই বিমানের ভাড়া সমূহ
বর্তমানে কলকাতা টু চেন্নাই রুটে চলাচলকারী বিমানের ইকোনমিক এবং বিজনেস ক্লাস টিকেট এভেলেবেল রয়েছে।
বিজনেস ক্লাসের টিকেট মূল্য তুলনামূলক বেশি। যার ফলশ্রুতিতে অধিকাংশ মানুষ বিমানের ইকোনোমিক টিকেট ক্রয় করে লোকাল বিমানের মাধ্যমে যাতায়াত করে থাকে।
এয়ারলাইন্স অনুযায়ী ইকনোমিক ক্লাসের টিকেট মূল্য:
- এপিজে এয়ারলাইন্সের টিকিট মূল্য ৩৮ হাজার ৭৩৫ টাকা।
- ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিট মূল্য ৯৩৯৯ টাকা।
- স্পাইস জেট এয়ারলাইন্সের টিকিট মূল্য ১৭৯৫০ টাকা।
- ভিস্তারা এয়ারলাইন্সের টিকিট মূল্য ১৫৫৮৬ টাকা।
- এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের টিকিট মূল্য ১০ হাজার ৪৭১ টাকা।
- এয়ার এশিয়া এয়ারলাইন্সের টিকিট মূল্য ১০ হাজার ৪৩৫ টাকা
- Hahn Air Lines GmbH এয়ারলাইন্সের টিকিট মূল্য ৬৫ হাজার টাকা।
এয়ারলাইন্স অনুযায়ী বিজনেস ক্লাস টিকেট মূল্য:
- ভিস্তারা এয়ারলাইন্স ৭০ হাজার ৮০০ টাকা।
- এয়ার ইন্ডিয়া ৪০ হাজার ৩০০ টাকা।
- এয়ার ইন্ডিয়া চাটার্স লিমিটেড ৩৩ হাজার ২৫৩ টাকা।
- ইন্ডিগো এয়ারলাইন্স ১২ হাজার টাকা।
কলকাতা টু চেন্নাই বিমান ভাড়া পূর্বের তুলনায় বৃদ্ধি পেলেও হাতের নাগালে রয়েছে। তবে অনেক অসাধু দালাল ও এজেন্সির কর্মকর্তা সিন্ডিকেট তৈরি করে টিকেট মূল্য বৃদ্ধি করে থাকে। তাই এ সকল অসাধু দালাল ও এজেন্সি থেকে সতর্ক থাকতে হবে এবং টিকেট ক্রয়ের পূর্বে নির্দিষ্ট এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিটের আপডেট মূল্য জেনে নিতে হবে। ধন্যবাদ।