মদিনা ট্যাংক ১০০০ লিটার দাম কত

পানির অপর নাম জীবন। পৃথিবীর সকল প্রাণীকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে পানি পান করার প্রয়োজন হয়। পানি আমাদের শরীর থেকে অপ্রয়োজনীয় ক্ষতিকর পদার্থ পরিশোধন করে ঘাম ও প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করতে কার্যকরী ভূমিকা পালন করে।

তবে বর্তমানে বিভিন্ন ভাবে পানি দূষিত হচ্ছে। বিশুদ্ধ পানির অভাবে অসংখ্য মানুষ দূষিত পানি পান করতে বাধ্য হচ্ছে। যার ফলশ্রুতিতে অসংখ্য পানি বাহিত রো*গ মানুষের শরীরে বাসা বাঁধছে। পানিবাহিত রো*গ থেকে নিরাপদ থাকতে বিশুদ্ধ পানির কোন বিকল্প নেই।

বাসা বাড়ি কিংবা অফিস আদালত সব জায়গায় বর্তমানে মটরের সাহায্যে পানি উত্তোলন করে দীর্ঘ সময়ের জন্য মজুদ করে রাখা হয়। মোটরের সাহায্যে উত্তোলনকৃত পানিকে দীর্ঘ সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মদিনা ট্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মদিনা ট্যাংক ১০০০ লিটার দাম কত

বাংলাদেশে অসংখ্য কোম্পানি পানির ট্যাংক তৈরি করে থাকে। বাংলাদেশের বিভিন্ন কোম্পানির তৈরি করা এই সব পানির ট্যাংক অল্প সময়েই অপরিষ্কার হয়ে যায় এবং বিভিন্ন জীবাণু ও ব্যাকটেরিয়া তৈরি করে। এক্ষেত্রে পরিচ্ছন্নতার দিক থেকে মদিনা পানির ট্যাংক অধিক নিরাপদ ও ব্যবহারযোগ্য।

বাংলাদেশে অনেক পরিবারে অধিক সদস্য দেখা যায়। এই সকল যৌথ পরিবারে অধিক পরিমাণে পানি সরবরহ করতে হয়। যার পরিপ্রেক্ষিতে ১০০০ লিটার পানির ট্যাংক ক্রয় করতে হয়। গ্রাহকের চাহিদা অনুযায়ী মদিনা পানির ট্যাংকের দাম বিভিন্ন সময় ওঠানামা করে।

বর্তমানে মদিনা ট্যাংক ১০০০ লিটার দাম আনুমানিক ১২ হাজার টাকা থেকে শুরু করে ১৭ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। আবার এই মদিনা ট্যাংকের দাম ট্যাংকের কোয়ালিটির উপর ভিত্তি করে কিছুটা কম হয়ে থাকে। লো কোয়ালিটির মদিনা ট্যাংকের দাম আনুমানিক ৭ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৩ হাজার টাকার আশেপাশে হয়ে থাকে।

মদিনা ট্যাংকের দাম ২০২৫

বর্তমানে বিভিন্ন আকারের মদিনা ট্যাংক বাজারে পাওয়া যায়। আকার অনুযায়ী এই সকল ট্যাংকের দাম নির্ধারিত হয়ে থাকে। বিভিন্ন সময়ে মদিনা পানির ট্যাংকের দাম কম বেশি হয়ে থাকে। তাই নির্দিষ্ট করে মদিনা পানির ট্যাংকের দাম বলা প্রায় অসম্ভব। তবে আপনাদের ধারণা দিতে নিচে মদিনা ট্যাংকের দাম উল্লেখ করা হলো।

  • ৩০০ লিটার মদিনা ট্যাংকের দাম আনুমানিক ৪,০০-৭,০০০টাকা।
  • ৫০০ লিটার মদিনা ট্যাংকের দাম আনুমানিক ৮,০০০-১,১০০০ টাকা।
  • ১০০০ লিটার মদিনা ট্যাংকের দাম আনুমানিক ১,২০০০-১,৭০০০ টাকা।
  • ১৫০০ লিটার মদিনা ট্যাংকের দাম আনুমানিক ১,৯০০০- ২,৪০০০ টাকা।

বাংলাদেশে পানির ট্যাংকের দাম কত

বাংলাদেশে যে সকল কোম্পানি পানির ট্যাংক তৈরি করে এর মধ্যে উল্লেখযোগ্য হল আর এফ এল, সেরা, মদিনা ইত্যাদি। প্রত্যেকটি কোম্পানি ট্যাংকের কোয়ালিটির উপর বিক্রি করে দাম নির্ধারণ করে থাকে। বাংলাদেশে পানির ট্যাংকের দাম সর্বনিম্ন ৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। ট্যাংকের কোয়ালিটি অনুযায়ী আবার এই সকল ট্যাংকের দাম ৩ থেকে ১০ হাজার টাকা হতে পারে।

মদিনা পানির ট্যাংক দাম ৫০০ লিটার

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক একক পরিবারে ছোট আকারে ট্যাংকের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে সহজেই মদিনা ৫০০ লিটার ট্যাংক কিনে প্রয়োজন মিটানো যায়। মদিনা ৫০০ লিটার ট্যাংকের দাম আনুমানিক ৮ হাজার টাকা থেকে ১১ হাজার টাকা হয়। কোয়ালিটি অনুযায়ী আবার একই ট্যাংক ৫ হাজার টাকা থেকে ৭ হাজার টাকায় বিক্রি করা হয়।

শেষ কথা

মদিনা গ্রাহকের চাহিদা অনুযায়ী বিভিন্ন আকারের ট্যাংক তৈরি করে বাজারজাত করছে। বর্তমানে মদিনা পানির ট্যাংক অনেক টেকসিই ও দীর্ঘস্থায়ী হওয়ায় সকলের নিকট অধিক জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও বাজারে অনেক নকল মদিনা পানির ট্যাংক রয়েছে তাই ট্যাংক কেনারে আগে আমাদেরকে অধিক সতর্ক হতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *