নভোএয়ার ঢাকা টু কক্সবাজার প্যাকেজ ২০২৫

বর্তমানে এক বিভাগ থেকে অন্য বিভাগে যাওয়ার সবচেয়ে দ্রুততম পথ হচ্ছে বিমান পথ। কারণ এখন বাংলাদেশের যানবাহনে রাস্তাঘাটে চলাচল করতে বেশিরভাগ ক্ষেত্রেই জ্যামে পড়তে হয়। এবং রাস্তাঘাট ভালো না থাকায় অনেকেরই ভ্রমণ অথবা দূরদূরান্তে যেতে অনেক কষ্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রে এখন মানুষ কক্সবাজারে ভ্রমণ করতে চলে যায়। কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় দর্শনীয় স্থান হচ্ছে কক্সবাজার।

আবার কেউ আছে ব্যবসায়ী ক্ষেত্রে কোন মিটিং অথবা বিভিন্ন কাজে ঢাকা থেকে কক্সবাজার যেতে হয়। এখন সবাই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নভোএয়ার বিমানে কক্সবাজার যাচ্ছে। বর্তমানে অন্যান্য বিমানের তুলনায় নভোএয়ার বিমান অনেক জনপ্রিয়। কারণেই সাধ্য অনুযায়ী টিকিট ক্রয় করা যায়। বিমানের ক্যাটাগরি অনুযায়ী টিকিট এর দাম নির্ধারণ করা আছে। নভোএয়ার ঢাকা টু কক্সবাজার প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্টটি পড়তে থাকুন।

নভোএয়ার ঢাকা টু কক্সবাজার প্যাকেজ

শীতের মধ্যে এবং নতুন বছর উপলক্ষে সবাই ভ্রমণ করতে ইচ্ছা পোষণ করে। কারণ অনেকেই অফিস আদালত থেকে ভ্রমণের জন্য ছুটি নিতে পারে। এবং প্রত্যেকেরই বাৎসরিক চিত্র বিনো দিনের জন্য বাংলাদেশের বিখ্যাত জায়গায় ভ্রমণ করা অনেক জরুরী। কারণ এতে শরীর ও মন সবকিছুই সুস্থ থাকে।

বর্তমানে সবার কাছেই জনপ্রিয় জায়গা হলো কক্সবাজার। সবাই এখন বিমানের মাধ্যমে কক্সবাজার ভ্রমণ করতে যাচ্ছে। প্রতিদিন অনেকগুলো বিমান ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয়। উল্লেখযোগ্য নভোএয়ার বিমানের টিকিট ক্রয় করার আগে প্যাকেজ সম্পর্কে জানার চেষ্টা করে। কয়েকটি ক্যাটাগরিতে নোভোএয়ার বিমানের টিকিট বিক্রি করা হয়।

বিমানের টিকিটের ক্যাটাগরিপ্যাকেজ / ভাড়া 
স্পেশাল প্রমো৪,৫০০ টাকা।
প্রমো৫,০০০ টাকা।
ডিসকাউন্ট৭,০০০ টাকা।
সেভার৮,০০০ টাকা।
ফ্লেক্সিবল৯,০০০ টাকা।

ঢাকা টু কক্সবাজার বিমান সময়সূচী নভোএয়ার

প্রত্যেকেরই ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার আগে সময়সীমা জেনে নেওয়া উচিত। কারণ নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আপনার ফ্লাইট মিস হয়ে যাবে। এবং আপনাকে এইসময়ের দেওয়া আরো পাঁচ মিনিট আগে উপস্থিত থাকতে হবে। প্রত্যেকদিন ঢাকা থেকে নভোএয়ার পাঁচটি ফ্লাইট কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। এ পাঁচটি ফ্লাইট একটি সময়সীমা নির্ধারণ করা আছে। অনেকেই কক্সবাজার যাওয়ার আগে নভোএয়ার বিমানের সময়সূচি গুলো জানার চেষ্টা করে। দেখে নিন বর্তমানে নতুন সময়সূচী।

বিমানফ্লাইট নম্বর চেক অফ করার সময়
নভোএয়ার এয়ারলাইন্সেরVQ-931সকাল ৮:৩০ মিনিট।
নভোএয়ার এয়ারলাইন্সেরVQ-933সকাল ৯:১৫ মিনিট।
নভোএয়ার এয়ারলাইন্সেরVQ-945সকাল ১১:৪০ মিনিট।
নভোএয়ার এয়ারলাইন্সেরVQ-937দুপুর ০১:৩০ মিনিট।
নভোএয়ার এয়ারলাইন্সেরVQ-939বিকাল ০৩:০০ টা।

নভোএয়ার কক্সবাজার থেকে ঢাকা সময়সূচী

যারা কক্সবাজার ভ্রমনে গেছেন তাদের আবার নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থ স্থানে ফিরে আসতে হবে। আবার কক্সবাজার থেকে ঢাকায় চলে আসতে আপনাকে সময় অবলম্বন করতে হবে। কারণ আপনি যদি সঠিক সময়ে না আসতে পারেন তাহলে আপনার সেই ফ্লাইট মিসিং হয়ে যাবে। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পর অবশ্যই আপনাকে ফিরে আসার সময়সূচী জেনে নিতে হবে। জেনে নিন কক্সবাজার থেকে ঢাকা আসার সময় সূচি।

বিমানফ্লাইট নম্বর চেক অফ করার সময়
নভোএয়ার এয়ারলাইন্সেরVQ-932সকাল ১০:১৫ মিনিট।
নভোএয়ার এয়ারলাইন্সেরVQ-934সকাল ১১:৫০ মিনিট।
নভোএয়ার এয়ারলাইন্সেরVQ-936দুপর ১:১৫ মিনিট।
নভোএয়ার এয়ারলাইন্সেরVQ-938বিকাল ৩:০৫ মিনিট।
নভোএয়ার এয়ারলাইন্সেরVQ-940বিকাল ৪:৩৫ মিনিট।

ঢাকা থেকে কক্সবাজার নভোএয়ার টিকেটের দাম

বর্তমানে বাংলাদেশের এই জনপ্রিয় কক্সবাজার ভ্রমণে বিদেশ থেকেও অনেক মানুষ বিমানের সাহায্যে চলে আসে। এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগ এবং জেলার লোক ঢাকা থেকে বিমানের মাধ্যমে কক্সবাজার যায়। সবাই বেশিরভাগ সময়ে নভোএয়ার বিমান ব্যবহার করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছে।

কিন্তু এই বিমানের টিকিটের দাম কত এই সম্পর্কে অনেকেই জানেনা। আপনি চাইলে অনলাইনের মাধ্যমেও নভোএয়ার বিমানের টিকিট সংগ্রহ করতে পারবেন। আগের তুলনায় বর্তমান প্রত্যেকটা ক্যাটাগরির টিকিটের মূল্য বৃদ্ধি হয়েছে। অর্থাৎ ঢাকা থেকে কক্সবাজার যেতে নভোএয়ার বিমানের টিকিট সংগ্রহ করতে খরচ হবে ৪,৫০০ টাকা থেকে ৯,৫০০ টাকা।

শেষ কথা

আপনারা যারা ভ্রমণ প্রিয় মানুষ রয়েছেন। বাংলাদেশের মধ্যে শীর্ষ দর্শনীয় স্থান কক্সবাজার বিমানের মাধ্যমে অনেকেই যেতে চাচ্ছেন। সবাই ভ্রমন করার আগে ধারণা নেওয়ার জন্য বর্তমান বিমান ভাড়া সম্পর্কে জানার চেষ্টা করে। ইতিমধ্যেই আমরা এই পোষ্টের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির নভোএয়ার ঢাকা টু কক্সবাজার প্যাকেজ উল্লেখ করেছি। আশা করি আপনি আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়েছেন এবং আপনার প্রয়োজনীয় তথ্যগুলো জানতে পেরেছেন। ধন্যবাদ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *