পান্না গারো সবুজ রঙের হীরার মত মূল্যবান রত্ন পাথর। পান্না পাথর সচারাচর ষড়ভূজাকৃতির কেলাস আকারে পাওয়া যায়। তবে পান্নার বেশিরভাগ অংশ ঘোলাটে এবং খাতযুক্ত হয়। এই মূল্যবান পান্না পাথর কলম্বিয়ায় সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়।
বাংলাদেশের অনেকেই হাতে আংটি পরতে পছন্দ করে। অনেকে আবার হীরার মত দামী রত্ন পান্না পাথরের আংটি ব্যবহার করতে চায়। তাই তারা পান্না পাথরের দাম কত সে সম্পর্কে অনলাইনে খোঁজাখুঁজি করে থাকে। তাদের জন্য পান্না পাথরের দাম সম্পর্কে আজকের পোস্টটিতে আলোচনা করা হয়েছে।
পান্না পাথরের দাম কত
অনেকেই ধারণা করেন পান্না পাথরের আলাদা কোন উপকারিতা রয়েছে। যে উপকারিতা পাওয়ার আশায় অনেকেই হাজার হাজার টাকা খরচ করে পান্না পাথর কিনে থাকেন। আগের তুলনায় বর্তমানে পান্না পাথরের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি রতি পান্না পাথর কিনতে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা খরচ করতে হবে।
৪ ক্যারেট পান্না পাথর দাম কত?
বিভিন্ন ক্যাটাগরির পান্না পাথর বাজারে পাওয়া যায়। পান্না পাথরের দাম মূলত বিভিন্ন ক্যাটাগরির উপর নির্ভর করে। যেমন বর্তমানে ৪ ক্যারেট পান্না পাথরের সর্বনিম্ন দাম ৩৫,৬৫৮ ডলার। যা বাংলাদেশী টাকায় এক্সচেঞ্জ করলে ৩,৮৮৬,৭২২টাকা হয়। তবে এই ক্যাটাগরির হীরার দাম বর্তমানে ০.১৭% কমেছে।
1 ক্যারেট পান্না পাথর দাম কত?
অনেকে এমন ধারণা করেন পান্না পাথরের আলাদা ফজিলত রয়েছে। যার কারণে অনেকেই অল্প টাকায় হলেও এক ক্যারেটের পান্না পাথর কিনে ব্যবহার করতে চায়। বর্তমানে এক ক্যারেট পান্না পাথর কিনতে হলে আপনাকে ১৯০ থেকে ২০০ ডলার খরচ করতে হবে। যা বাংলাদেশী টাকায় আনুমানিক ২০ হাজার থেকে ২১ হাজার টাকা।
ব্রাজিল পান্না পাথরে দাম কত
ব্রাজিলে পান্না পাথরের ব্যাপক প্রচলন রয়েছে। ব্রাজিলের মানুষ প্রচুর পরিমাণে পান্না পাথর ব্যবহার করে। ব্রাজিলে পান্না পাথর প্রচুর পরিমাণে পাওয়া যায় যার কারণে বাংলাদেশের তুলনায় ব্রাজিলে পান্না পাথরের দাম তুলনামূলক অনেকটাই কম। ব্রাজিল পান্না পাথর সর্বনিম্ন পাঁচ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ এক দেড় লাখ টাকা পর্যন্ত হতে পারে।
কোন পান্না পাথর সবচেয়ে ভালো?
বাজারের যে ক্যাটাগরির পান্না পাথর পাওয়া যায় এর মধ্যেও কিছু ভালো নামকরা পাথর রয়েছে। পান্না পাথর কেনার আগে আপনাদেরকে জানতে হবে পান্না পাথর কোনটা সব থেকে ভালো। কেননা কিছু অসাধু ব্যবসায়ী আপনাকে ভালো কথা বলে নকল পান্না পাথর দিয়ে অধিক পরিমাণে টাকা হাতিয়ে নিবে।
বাজারে অনেক রকমের পান্না পাথরের মধ্যে সবথেকে ভালো পান্না পাথর হলো ব্রাজিল পান্না পাথর, কলম্বিয়া পান্না পাথর।এছাড়াও যে সকল পান্না পাথর সহজে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ভালো পান্না পাথর হলো জাম্বিয়ান পান্না পাথর, পাকিস্তানি পান্না পাথর, ইন্ডিয়ান পান্না পাথর আরো ইত্যাদি।
জাম্বিয়ার পান্না এত সস্তা কেন?
যারা পান্না পাথর ব্যবহার করে থাকেন বা যারা পান্না পাথরের সাথে পরিচিত তারা জামিয়া পান্না পাথর সম্পর্কে অবগত রয়েছেন। তবে অনেকেই জানতে চায় সকল পান্না পাথরের থেকে জামবিয়ার পান্না পাথরের দাম এত কম কেন। বর্তমান সময়ে জামিয়ান পান্না পাথর অনেক পরিমাণে পাওয়া যায় এগুলি বিরল না হওয়ায় অল্প দামেই পাওয়া যায়।
শেষ কথা
আপনারা যারা পান্না পাথরের দাম কত জানতে চাচ্ছিলেন আশা করি তারা জানতে পেরেছেন। আমাদের মধ্যে অনেক মুসলিম ভাইবোনেরাও ভেবে থাকেন পান্না পাথর ব্যবহার করলে ভাগ্য পরিবর্তন হয়। এছাড়াও অনেকেই পান্না পাথরের আরো ফজিলতের কথা বলে থাকেন যেমন স্মৃতিশক্তি বৃদ্ধি পাওয়া, ধন-সম্পদ বৃদ্ধি পাওয়া ইত্যাদি। যা পুরোপুরি শিরিকের অন্তর্ভুক্ত তাই আমাদের এসব ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।