রক্ত প্রবাল পাথরের দাম কত ২০২৫
প্রবাল পাথরকে ইংরেজিতে কোরাল বলা হয়। র*ক্ত প্রবাল পাথর বা রেড কোরাল কে জ্যোতিষী বিদ্যায় ব্যবহার করা হয়ে থাকে। বলা হয়ে থাকে অশুভ মঙ্গলকে বসে আনতে লাল র*ক্ত প্রবাল পাথর বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও অনেকেই ধারণা করেন মিথুন রাশির অশুভকে শুভর দিকে ধাবিত করতে লাল র*ক্ত প্রবাল পাথর ব্যাপক কার্যকরী উপায়।
র*ক্ত প্রবাল পাথর প্রধানত ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত একটি পাথর। বাম হাতের যেকোনো আঙ্গুলে র*ক্ত প্রবাল পাথর পড়লে দ্রুত ফল পাওয়া যায় বলে অনেক জ্যোতিষী দাবী করে থাকে। তাদের ধারণা ত্রিভুজাকার আকৃতির র*ক্ত প্রবাল পাথর অধিক কার্যকরী। তাদের এই সকল কথায় প্রবলিত হয়ে অনেকেই র*ক্ত প্রবাল পাথরের দাম কত তা জেনে র*ক্ত প্রবাল পাথর কেনার পরিকল্পনা করেন।
রক্ত প্রবাল পাথরের দাম কত
রেড কোরাল বা “OX র*ক্ত” এই মূল্যবান পাথরটি অনেক পা বিশিষ্ট একটি পোকা থেকে তৈরি হয় যা মাঝারি গভীরতায় উষ্ণ জলে বাস করে। যা পরবর্তীতে প্রবাল শাখার কেন্দ্রীয় অক্ষ থেকে বিকিরণকারী ফাইবার হিসেবে সাজিয়ে উপস্থাপন করা হয়। জ্যোতিষশাস্ত্রীয় মতে এই রত্নপাথর ব্যবসা স্বাস্থ্য ঠিক রাখার উদ্দেশ্যে অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়।
র*ক্ত প্রবাল পাথরের দাম পাথরের রং ও কোয়ালিটি সম্পন্ন তার উপর নির্ভর করে। র*ক্ত প্রবাল পাথরের রং যত বেশি লাল ও সুন্দর হবে এর দাম তত বেশি বৃদ্ধি পাবে। বর্তমানে র*ক্ত প্রবাল পাথরের দাম ৫০০ টাকা থেকে শুরু করে ২-৩ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
১ রতি র*ক্ত প্রবাল পাথরের দাম
প্রবাল পাথরকে ডিনামাইট দিয়ে বিস্ফোরিত করে ছোট ছোট টুকরো করে উপকূলে নিয়ে বিক্রি করা হয়। বিস্ফোরিত করা ছোট ছোট র*ক্ত প্রবাল পাথরের টুকরো রতি হিসেবে বিক্রি করা হয়ে থাকে। বর্তমানে ১ রতি র*ক্ত প্রবাল পাথর আনুমানিক সর্বনিম্ন ৫৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ হাজার টাকা করে বিক্রি করা হচ্ছে।
১০ রতি র*ক্ত প্রবাল পাথরের দাম ২০২৫
প্রবাল পাথর এক ধরনের ছোট জীব দ্বারা সমুদ্রের উষ্ণ জলে জমা হয়ে থাকে। প্রাকৃতিকভাবে গভীর সমুদ্রের অন্ধকার অংশে পাওয়া এই সকল রত্নপাথর ছোট ছোট টুকরো করে তৈরি করা হয় র*ক্ত প্রবাল পাথর। পৃথিবীর ভূত্বকে পাওয়া অন্যান্য রত্ন পাথর থেকে সম্পূর্ণ ভিন্ন এই পাথরটি বর্তমানে বিশ্বের অনেক দেশের মানুষজন ব্যবহার করে থাকে।
ইতিহাস হতে পাওয়া যায় এই প্রবাল গুলো ৫০০ মিলিয়ন বছরের ও বেশি আগে থেকে পৃথিবীতে পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে মানুষ এই সকল প্রবাল গুলো এখন পর্যন্ত ব্যবহার করে আসছে। র*ক্ত প্রবাল পাথরের ১০ রতির দাম বর্তমানে ৫৫০০ টাকা থেকে ২৫-৩০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
অরিজিনাল ইটালিয়ান র*ক্ত প্রবাল পাথরের দাম
র*ক্ত প্রবাল পাথরের মধ্যে বলা হয়ে থাকে ইটালিয়ান র*ক্ত প্রবাল পাথর অনেক উন্নত মানের হয়ে থাকে। প্রবাল পাথর ব্যবহার করায় বন্ধুত্ব সৃষ্টি ও শত্রুতা নিঃশেষ হয় বলেও ধারণা করা হয়। র*ক্ত প্রবাল পাথর দ্বারা অনেক রো*গ উপশম হয় এই বিশ্বাস থেকে র*ক্ত প্রবাল পাথর ইতালিতে অধিক পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে।
এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা ওসন্তান জন্মদানের ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে ইতালিতে অনেক বেশি র*ক্ত প্রবাল পাথর ব্যবহার করা হয়। বর্তমানে প্রতি ১ রতি অরজিনিয়াল ইতালিয়ান র*ক্ত প্রবাল স্টোন আনুমানিক ১০০০ টাকা থেকে শুরু করে ২০০০-২৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
জাপানী র*ক্ত প্রবাল পাথরের দাম কত
প্রবাল হল একটি অস্বচ্ছ রত্নপাথর যা ক্যারোটিনের ট্রেস সহ ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত হয়ে থাকে। বর্তমানে যত প্রকার র*ক্ত প্রবাল পাথর পাওয়া যায় তার মধ্যে জাপানি র*ক্ত প্রবাল পাথর অন্যতম। গভীর সমুদ্র হতে উত্তলনকৃত এই র*ক্ত প্রবাল পাথরকে অনেকেই কদর করে থাকেন।
র*ক্ত প্রবাল পাথরের রং ও কোয়ালিটির সাথে সাথে পাথরের ওজনের উপর ও এর দাম অনেকটা নির্ভর করে থাকে।বর্তমানে ১ রতি জাপানি র*ক্ত প্রবাল পাথর কিনতে আপনাকে আনুমানিক সর্বনিম্ন ৯০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৩০০-১৫০০ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে।
ইন্ডিয়ান র*ক্ত প্রবাল বা মুঙ্গা পাথরের দাম ২০২৫
বাংলাদেশে প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে র*ক্ত প্রবাল পাথর পাওয়া যায়। ইন্ডিয়াতে এই র*ক্ত প্রবাল পাথরকে মুঙ্গা পাথরও বলা হয়ে থাকে।ইন্ডিয়াতে পাওয়া পাথরগুলোর কাটিং তথা আকৃতির উপর র*ক্ত প্রবাল পাথরের দাম কত হবে তা নির্ভর করে থাকে।
ইন্ডিয়ায় পাওয়া র*ক্ত প্রবাল পাথর বা মুঙ্গা পাথর কম কাজ করায় এর দাম তুলনামূলক অনেকটাই কম হয়ে থাকে। তবে ত্রিভুজাকৃতির র*ক্ত প্রবাল পাথরের দাম তুলনামূলক একটু বেশি টাকা হয়ে থাকে। এক রতি ইন্ডিয়ান র*ক্ত প্রবাল পাথরের দাম বর্তমানে আনুমানিক ৫০০ টাকা থেকে ৮০০ টাকা।
শেষ কথা
অনেকেই র*ক্ত প্রবাল পাথরের দাম কত সেই সম্পর্কে জানতে চাচ্ছিলেন আশা করছি তা বিস্তারিত জানতে পেরেছেন। জ্যোতিষীবিদ্যায় বিশ্বাস করে অনেকেই এই র*ক্ত প্রবাল পাথর তাবিজ হিসেবে ব্যবহার করে থাকে। যা শিরিক তাই মুসলমান হিসেবে এই র*ক্ত প্রবাল পাথর ফজিলতের আশায় ব্যবহার করা সম্পূর্ণ হারাম।