সুপার স্টার এলইডি লাইটের দাম কত

বর্তমান সময়ে আমরা বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। দৈনন্দিন বিভিন্ন কাজে বিদ্যুতের ব্যবহার অপরিহার্য। বর্তমানে বাল্বের সাহায্যে এই বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে রাতের অন্ধকার দূর করা হচ্ছে। বাংলাদেশে যে সকল বৈদ্যুতিক বাল্ব পাওয়া যায় তার মধ্যে এলইডি বাল্ব অন্যতম।

বর্তমান সময়ের এলইডি বাল্ব গুলো বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশেই এর ব্যবহার লক্ষণীয়। বাংলাদেশে অনেক কোম্পানি এলইডি বাল্ব তৈরি করে থাকে। এই সকল কোম্পানির এলইডি বাল্বের মধ্যে সুপার স্টার কোম্পানির এলইডি বাল্ব সকলের নিকট অধিক জনপ্রিয়।

অন্যান্য কোম্পানির এলইডি বাল্বের থেকে সুপার স্টার কোম্পানির এলইডি বাল্ব দেখতে যেমন সুন্দর তেমনি অনেক বেশি মজবুত ও টেকসই। টেকসইয়ের গ্যারান্টি স্বরূপ সুপার স্টার এলইডি বাল্ব গুলোর সাথে ১ বছরের গ্যারান্টি কার্ড দেওয়া হয়। বর্তমানে সকল ইলেকট্রনিক পণ্যে মূল্য বৃদ্ধির সাথে তাল মিলিয়ে এলইডি বাল্বের মূল্য ও বৃদ্ধি পাচ্ছে।

সুপার স্টার এলইডি লাইটের দাম

বর্তমানে বৈদ্যুতিক লাইট আমাদের নিত্যদিনের সঙ্গী। বৈদ্যুতিক লাইটের কয়েকটি ক্যাটাগরির মধ্যে এলইডি অন্যতম। বাংলাদেশ সহসমগ্র বিশ্বে বর্তমানে অফিস, বাসা বাড়ি, এবং যে কোনো রুমকে আলোকিত করার জন্য এলইডি লাইট ব্যবহার করা হচ্ছে। কম বিদ্যুৎ খরচে একটি বাল্ব দ্বারা সম্পূর্ণ রুম আলোকিত করতে এলইডি লাইটের জুঁড়ি নেই।

অন্যান্য বৈদ্যুতিক লাইটের তুলনায় এলইডি লাইট দ্বিগুণ উজ্জ্বল আলো প্রবাহিত করতে সক্ষম। তাই এলইডি লাইট বর্তমানে সকলের পছন্দের শীর্ষে রয়েছে। বর্তমানে সুপার স্টার এলইডি লাইটের দাম সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১২০০ টাকা অথবা ১৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

সুপার স্টার এলইডি লাইট কত ওয়াটের তার উপর দাম নির্ভর করে। যেমন ৩ ওয়াটের এলইডি লাইটের দাম ২০০ টাকা থেকে ২৩০ টাকা অপর দিকে ১০ ওয়াটের লাইটের দাম ৪০০ টাকা থেকে ৫০০ এবং ২০ ওয়াটের এলইডি বাল্বের দাম ৯০০ টাকা থেকে ১২০০ টাকা র্পযন্ত হয়ে থাকে।

৫ ওয়াট সুপার স্টার এলইডি লাইটের দাম

একটি ছোট কক্ষ বা একটি ছোট রুমের জন্য ৫ ওয়াট সুপার স্টার এলইডি লাইট যথেষ্ট। অল্প টাকা খরচ করে ৫ ওয়াটের একটি বাল্ব কিনে ছোট যে কোন রুম আলোকিত করা সম্ভব। সুপার স্টার কোম্পানি ৫ ওয়াটের বাল্বের জন্যও ১ বছরের গ্যারান্টি দিয়ে থাকে।

বর্তমানে ৫ ওয়াট সুপার স্টার এলইডি লাইটের দাম সর্বনিম্ন ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৬০ টাকা অথবা ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বিভিন্ন সময় অফার প্রাইজে এই এলইডি লাইট গুলো গ্যারান্টি কার্ড সহ ২৩০ টাকায় পাওয়া যায়।

১২ ওয়াট সুপার স্টার এলইডি লাইটের দাম

অনেক সময় বড় রুম অথবা বারান্দা আলোকিত করার জন্য ১২ ওয়াটের বৈদ্যুতিক বাল্বের প্রয়োজন পড়ে। সুপার স্টার কোম্পানির ১২ ওয়াটের বৈদ্যুতিক বাল্বের মূল্য হাতের নাগালেই রয়েছে। তাই অল্প টাকা খরচ করলেই ১২ ওয়াটের সুপার স্টার বাল্ব পাওয়া যায়।

বর্তমানে ১২ ওয়াট সুপার স্টার এলইডি লাইটের দাম ৫০০ টাকা থেকে ৫৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে অনেক অসাধু ব্যবসায়ী একই লাইট গ্রাহক অনুযায়ী ৬০০ টাকায় বিক্রি করে থাকে। বর্তমানে অনেক দোকানে ১২ ওয়াটের এই বাল্ব পাইকারি মূল্য ৩২০ টাকায় বিক্রি করা হচ্ছে।

১৮ ওয়াট সুপার স্টার এলইডি লাইটের দাম

বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে উচ্চ আলোর প্রয়োজন পড়ে। যেমন বাড়ির ছাদ বা দোকান আলোকিত করতে বড় আকারের বাল্ব প্রয়োজন হয়। এ ক্ষেত্রে ১৮ ওয়াটের একটি বাল্ব দ্বারা দোকান বা ছাদ উজ্জ্বল আলোতে ভরিয়ে তোলা সম্ভব।

বর্তমানে সুপার স্টার কোম্পানির ১৮ ওয়াটের বাল্বের মূল্য ৭৮০ তা থেকে ৮৩০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে পিন টাইপ বাল্বের মূল্য তুলনামূলক একটু বেশি। সুপার স্টার কোম্পানির পিন টাইপ ১৮ ওয়াটের বাল্বের মূল্য আনুমানিক প্রায় ৯৪০ টাকা। তবে দোকান পরিচিত হলে পিন টাইপ এই বাল্বটি ৯০০ টাকায় পেয়ে যাবেন।

বাংলাদেশে এলইডি লাইটের দাম ২০২৪

বর্তমান বাংলাদেশ প্রযুক্তি নির্ভর দেশ হয়ে উঠছে। ছোট বড় সকল কাজেই প্রযুক্তির দেখা মিলে। পূর্বে হারিকেন ব্যবহার করলে ও বর্তমানে প্রযুক্তির কল্যাণে সবাই বৈদ্যুতিক বাতি ব্যবহার করছে। মডেল ও কোম্পানি অনুযায়ী আবার এই বাতির দাম ভিন্ন ভিন্ন হয়।

  • মডেলঃ Super Star AC / LED Ledlux slim – ৫ ওয়াট – মূল্য – ২৩০ টাকা।
  • মডেলঃ Super Star AC/ LED Ledlux slim – ১০ ওয়াট – মূল্য – ৫৬০ টাকা।
  • মডেলঃ Super Star Pin Type Emergency AC/LED – ১২ ওয়াট – মূল্য – ৫৯৯ টাকা।
  • মডেলঃ Super Star Pin Type Emergency AC/LED – ১২ ওয়াট – মূল্য – ৯৪০টাকা।

শেষ কথা

বাজারে পাওয়া এলইডি বাল্ব গুলোর দাম নির্ধারিত নয়। এলইডি বাল্ব গুলো দোকানদার গ্রাহক অনুযায়ী নিজের ইচ্ছামতো দামে বিক্রি করার স্বাধীনতা রাখে। তাই পরিচিত সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ীর কাছ থেকে এলইডি বাল্ব সংগ্রহ করা অধিক নির্ভরযোগ্য। ধন্যবাদ।

1 thought on “সুপার স্টার এলইডি লাইটের দাম কত”

  1. এনামুল হক

    ১০ ওয়াট এলইডি লাইট কিনেছি ৬২০ টাকা মুল্য নিয়েছে,, ১ বছরের ওয়ারেন্টি ছিল কিন্তু ১ বছরের আগে লাইটে সমষ্যা হয়েছে চেঞ্জ করতে দোকানে এসেছি কিন্তু ১০/২০ দিন সময় চায় দোকানদার,। এর সমাধান কি কোম্পানি দিতে পারবে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top